sonargaonpost.com
ঢাকাMonday , 24 July 2023
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ইসলামিক
 5. এক্সক্লুসিভ
 6. খেলা-ধূলা
 7. চাকুরি
 8. ট্যুরিজম
 9. দূর্ঘটনা
 10. পড়াশোনা
 11. প্রবাস
 12. ফিচার
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

বন্যা ও ভূমিধসে আফগানিস্তান-পাকিস্তানে নিহত ৪৪

Editor: মোহাম্মদ শাহাদাৎ হোসেন সুমন
admin
July 24, 2023 10:33 am
Link Copied!

আফগানিস্তানে ভারি বৃষ্টিপাতের কারণে প্রবল বন্যার দেখা দিয়েছে। এতে পর কমপক্ষে ৩১ জন নিহত এবং কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। এদিকে  দেশটির প্রতিবেশী পাকিস্তানেও ভারি বৃষ্টিপাত এবং ভূমিধসে ১৩ জন নিহত হয়েছে।

আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের তালেবানের নিযুক্ত মুখপাত্র শফিউল্লাহ রহিমি রবিবার বলেছেন, গত তিন দিনের বন্যায় কমপক্ষে ৩১ জন নিহত, ৭৪ জন আহত এবং ৪১ জন নিখোঁজ হয়েছেনমৌসুমী বৃষ্টির জেরে রাজধানী কাবুল, ময়দান ওয়ারদাক এবং গজনি প্রদেশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শফিউল্লাহ রহিমি বলেন, নিহতদের বেশিরভাগই পশ্চিম কাবুল ও ময়দান ওয়ারদাকের বাসিন্দা। বন্যায় প্রায় আড়াইশ গবাদিপশুও মারা গেছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের পশ্চিমে অবস্থিত ময়দান ওয়ারদাক প্রদেশের জালরেজ জেলায় দ্রুত বাড়তে থাকা বন্যার পানিতে ঘুমের মধ্যে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, ৪০ জন লোক নিখোঁজ হন এবং শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়।

প্রাদেশিক গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, বন্যায় শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে। এছাড়া নিখোঁজ মানুষেরা ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : আলজাজিরা