sonargaonpost.com
ঢাকাSaturday , 6 April 2024
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ইসলামিক
 5. এক্সক্লুসিভ
 6. খেলা-ধূলা
 7. চাকুরি
 8. ট্যুরিজম
 9. দূর্ঘটনা
 10. পড়াশোনা
 11. প্রবাস
 12. ফিচার
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

নব দিগন্ত শিক্ষা ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ১১১ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।

Editor: মোহাম্মদ শাহাদাৎ হোসেন সুমন
sajeeb
April 6, 2024 12:17 am
Link Copied!

শুক্রবার (৫ই এপ্রিল ) বেলা তিনটায় সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন ৮নং ওয়ার্ডে ১১১ জন গরীব,অসহায় দুস্থ ও বয়স্ক ব্যক্তির মাঝে এসব উপহার উপহার বিতরণ করা হয়।

প্রতিটি প্যাকেটে ঈদ উপহার হিসেবে ছিলো সেমাই, চিনি,দুধ,লবন,আলু, সাবান,পেঁয়াজ,সোয়াবিন তেল,পোলাও চাউল।

বিতরণকালে উপস্থিত ছিলেন,নব দিগন্ত শিক্ষা ও সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ।

ঈদ উপহার পেয়ে এক বৃদ্ধা মহিলা বলেন,আমরা গরীব মানুষ।

ঈদে খুব বেশি একটা আনন্দ উপভোগ করতে পারিনা। আমাদের এলাকার ছেলেরা এভাবে তাদের নিজেদের টাকায় আমাদেরকে ঈদের আনন্দ উপহার দিল।আমরা নামাজ পড়ে সকলের জন্য দোয়া করব।