sonargaonpost.com
ঢাকাWednesday , 10 April 2024
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ইসলামিক
 5. এক্সক্লুসিভ
 6. খেলা-ধূলা
 7. চাকুরি
 8. ট্যুরিজম
 9. দূর্ঘটনা
 10. পড়াশোনা
 11. প্রবাস
 12. ফিচার
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে মোঃ রাসেল উদ্দিন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

Editor: মোহাম্মদ শাহাদাৎ হোসেন সুমন
sajeeb
April 10, 2024 4:28 pm
Link Copied!

এক মাস সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিনে পবিত্র ঈদুল ফিতর পালন করবে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রাসেল উদ্দিন ফাউন্ডেশনের (চেয়ারম্যান)মোঃ রাসেল উদ্দিন।

বুধবার গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন,দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদতের পর ঈদুল ফিতর খুশির বার্তা নিয়ে আসে। যার মাধ্যমে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পায়। ধনী-গরিব সাদা কালো ছোট বড় সব ভেদাভেদ ভুলে যায়। এই দিন ঈদ জামাতে শামিল হয়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়ায় ন্যুয়ে পরে।

মোঃ রাসেল উদ্দিন বলেন,ঈদ হচ্ছে সম্মিলনের দিন। ভ্রাতৃত্ব বন্ধনের দিন, মুসলিম উম্মাহর কোলাকুলি বা বুকের সাথে বুক মেলানোর দিন। অতীতের সমস্ত হিংসা, জিগাংসা, মারামারি, কাটাকাটি, ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ঈদের দিন হোক নির্মল এক আনন্দের দিন। তিনি মিরসরাই দরবার শরীফ সোবহানিয়া কমপ্লেক্সে ঈদুল ফিতর উদযাপন করবেন। দেশবাসীর প্রতি আল্লাহর রহম কামনা করেন। ফিলিস্তিন, সিরিয়াসহ সারাবিশ্বের মজলুম মুসলমানদের জন্য আল্লাহর রহমত ও গায়েবি সাহায্য প্রার্থনা করেন। আল্লাহ যেনো নির্যাতিত মুসলমানদেরকে হেফাজত করেন।