sonargaonpost.com
ঢাকাSaturday , 9 March 2024
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ইসলামিক
 5. এক্সক্লুসিভ
 6. খেলা-ধূলা
 7. চাকুরি
 8. ট্যুরিজম
 9. দূর্ঘটনা
 10. পড়াশোনা
 11. প্রবাস
 12. ফিচার
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা নামলো সাতগ্রাম প্রিমিয়ার লিগ(SPL)সিজন-১।

Editor: মোহাম্মদ শাহাদাৎ হোসেন সুমন
sajeeb
March 9, 2024 11:49 pm
Link Copied!

সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন সাতগ্রাম যুবসমাজ কর্তৃক আয়োজিত,জমকালো সাতগ্রাম প্রিমিয়ার লিগ(SPL)সিজন-১ এর বিগ ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামলো।
উক্ত ফাইনাল ম্যাচটি ৯(মার্চ) শনিবার দুপুর ২ঘটিকায় হোসেনপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে,যে দুইটি দল অংশগ্রহণ করেন,সাতগ্রাম নাইট রাইডার্স(বনাম)সাতগ্রাম টাইগার ইলেভেন।
উত্তেজনাকর ম্যাচে,সাতগ্রাম নাইট রাইডার্সকে ১৫রানে হারিয়ে জয়লাভ করে সাতগ্রাম টাইগার ইলেভেন।

সাতগ্রাম যুবসমাজ কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচটির,সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্যোশাল ইসলামী ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট(এসএভিপি)
জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন জুয়েল।

এ সময় ফাইনাল খেলায় এলাকার গণ্যমান্য ব্যক্তি,পুরুষ ও যুবক-বৃদ্ধ সকলে এই ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।