sonargaonpost.com
ঢাকাMonday , 24 July 2023
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ইসলামিক
 5. এক্সক্লুসিভ
 6. খেলা-ধূলা
 7. চাকুরি
 8. ট্যুরিজম
 9. দূর্ঘটনা
 10. পড়াশোনা
 11. প্রবাস
 12. ফিচার
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

গ্রিসে সেতু ধসে নিহত ১

Editor: মোহাম্মদ শাহাদাৎ হোসেন সুমন
admin
July 24, 2023 10:04 am
Link Copied!

পশ্চিম গ্রিসে একটি সেতু ধসে একজন নিহত এবং আটজন আহত হয়েছে বলে গ্রীক কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় বরিবার এই দুর্ঘটনাটি ঘটে। দেশটির ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুপুরের দিকে রাজধানী এথেন্সে যাওয়ার সড়ক প্রোস্টাইও নামক এলাকার পাত্রাসে নির্মাণাধী সেতুটির কিছু অংশ ধসে পড়ে।

এই ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর একজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনাস্থলে ৩৫ জন দমকলকর্মী এবং ১২টি গাড়ি পাঠানো হয়েছে। এ ছাড়া ড্রোন এবং বিশেষ উদ্ধারকারী যানও উদ্ধার কাজে অংশ নেয়। দক্ষিণ-পশ্চিম গ্রীসের পেলোপোনিস উপদ্বীপের প্যাট্রাস বন্দরকে এথেন্সের সঙ্গে সংযুক্তকারী সেতুটি ধসে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

এদিকে ভূমিকম্প সুরক্ষা সংস্থা ওএএসপি-এর সভাপতি ইফথিমিওস লেক্কাস ইআরটি টেলিভিশনকে বলেছেন, সেতুটির গঠনে সমস্যা ছিল।তবে কর্তৃপক্ষের তা জানা ছিল না। ২০ জুলাই সেতুটি মেরামতের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ইআরটি অনুসারে, ৬ মিলিয়ন ইউরোর বেশি ব্যয়ে ২০২১ সালে সেতুটির মেরামতের কাজ শুরু হয়েছিল।