sonargaonpost.com
ঢাকাMonday , 1 January 2024
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ইসলামিক
 5. এক্সক্লুসিভ
 6. খেলা-ধূলা
 7. চাকুরি
 8. ট্যুরিজম
 9. দূর্ঘটনা
 10. পড়াশোনা
 11. প্রবাস
 12. ফিচার
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মোঃ রাসেল উদ্দিন।

Editor: মোহাম্মদ শাহাদাৎ হোসেন সুমন
sajeeb
January 1, 2024 11:42 am
Link Copied!

ইংরেজি নববর্ষ ২০২৩ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন,সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট দানবীর ইউনিয়ন আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি মরহুম নাছির উদ্দিনের বড় ছেলে ও জননেতা উপজেলা আওয়ামী লীগে নৌকার মাঝি আব্দুল্লাহ্ আল-কায়সার হাসনাতে আস্থাবাজন মোঃ রাসেল উদ্দিন।

পুরনো জরা-গ্লানি-হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্নের জাল বোনা- এটাই প্রকৃতির নিয়ম।
প্রতিদিনই ওঠে নতুন সূর্য।কিন্তু আজকের সূর্য জানান দিয়েছে, আসছে আরও একটি নতুন বছর। স্বাগত ২০২৩। স্বাগত নতুন বছর। শুভ হোক নতুন বছরের আগমন। মহাকালের আবর্তে বিলীন হলো ২০২২ সাল।

নতুন বছরের আগমনের দিন গুনছি আমরা প্রত্যেকে। কারণ ২০২২ আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। ২০২২ কে বিদায় জানিয়ে আমরা পা রাখব ২০২৩ সালে।

মোঃ রাসেল উ এক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়ে শম্ভুপুরা ইউনিয়নের সর্বস্থরের মানুষের কল্যান কামনা করে সুখ, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করেছেন এবং প্রত্যাশা করেন, ইংরেজি নববর্ষ উৎসবে আঁধার কেটে আলো আসবে সকলের জীবনে।