sonargaonpost.com
ঢাকাSunday , 24 March 2024
 1. অপরাধ
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ইসলামিক
 5. এক্সক্লুসিভ
 6. খেলা-ধূলা
 7. চাকুরি
 8. ট্যুরিজম
 9. দূর্ঘটনা
 10. পড়াশোনা
 11. প্রবাস
 12. ফিচার
 13. বিজ্ঞান ও প্রযুক্তি
 14. বিনোদন
 15. রাজনীতি
 
আজকের সর্বশেষ সবখবর

আঃ কাদির জয়ের উদ্যোগে ও টিটুর তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিল।

Editor: মোহাম্মদ শাহাদাৎ হোসেন সুমন
sajeeb
March 24, 2024 11:36 pm
Link Copied!


সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শম্ভুপুরা ইউনিয়ের আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদির জয়ের উদ্যোগে ও ইউনিয়ন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শৈশব প্রধান টুটির তত্ত্বাবধানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪(মার্চ) রবিবার ইউনিয়ন ৮নং ওয়ার্ড দড়িগাঁও জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,দড়িগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও মসজিদের মুসল্লিগণ।

এ সময়,মসজিদের ইমাম মাওলানা বিল্লাল কাসেমীর মোনাজাতে আব্দুল কাদির জয় ও আগত মুসল্লিদের জন্য দোয়া করা হয়।